প্রধান শিক্ষকের বাণী

প্রধান শিক্ষকের বাণী

মেধা ও প্রতিভা নিয়ে পৃথিবীতে কেউ জন্মায় না। প্রতিভা ও মেধার বিকাশ ঘটাতে হয়। জন্ম নিলেই মানুষ-মানুষ হয় না। মনুষত্ব দিয়ে তাকে মানুষ বানাতে হয়। পিতা-মাতা হলো সন্তানদের জন্য পৃথিবীর শ্রেষ্টতম শিক্ষক এবং পরিবারই হলো সবচেয়ে বড় বিদ্যাপিঠ। শিক্ষা প্রতিষ্ঠান হলো মেধা ও প্রতিভা বিকাশের অন্যতম স্থান। সেই বিকাশের কারিগর হলেন শিক্ষক। শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞান-বিজ্ঞান, খেলাধূলা ও সংস্কৃতি চর্চার কল্যানে মনুষত্ব ও মেধার সম্প্রসারন ঘটে। আর মেধার সম্প্রসারন ঘটাতে পারলেই জাগরন ঘটে একটি জাতির। বর্তমান সরকারের সময়ে শিক্ষা ক্ষেত্রে বৈপ্লাবিক অগ্রগতি সাধিত হয়েছে। আধুনিক জ্ঞান-বিজ্ঞানের ফলে প্রযুক্তি আজ আকাশ ছোয়া। একবিংশ শতাব্দির বড় চ্যালেঞ্চ হচ্ছে তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধশালী হয়ে বিশে^র সঙ্গে তাল মিলিয়ে নিজের দেশকে সারা বিশে^ পরিচিত করে তোলা। এর-ই আলোকে বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে, কালুখালী উপজেলার মাঝবাড়ী জাহানারা বেগম কলেজ পরিবারও বদ্ধপরিকর। আমি অত্র প্রতিষ্ঠানের সাফল্য ও মান নিশ্চিতকরণে সরকারের পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ জিল্লুল হাকিম এমপি মহোদয়ের উন্নয়নের অগ্রযাত্রার ধারাবাহিকতায় সম্মানিত গর্ভনিং বডি ও আপামর জনসাধারনের সার্বিক সাহায্য ও সহযোগিতা কামনা করছি। এই কলেজের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক, মহান আল্লাহর কাছে এই কামনা করি।

সাইটটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: ৯ ঘন্টা আগে