প্রতিষ্ঠানের ইতিহাস

রাজবাড়ী জেলাধীন কালুখালী উপজেলার  বালিয়াকান্দি- কুষ্টিয়া সংযোগ সড়ক (ভায়া সোনাপুর বাজার)  সংলগ্ন বর্ধিঞ্চু মাঝবাড়ী গ্রামে মনোরম পরিবেশে  কলেজটির অবস্থান।


১৯৯৩ খ্রী: হতে উচ্চ মাধ্যমিকে মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান এবং ২০০১ খ্রী:হতে স্নাতকে (পাস)বিএ,বিএসএস  ও বিবিএস শাখায় যত্ন সহকারে দক্ষ ও অভিজ্ঞ  শিক্ষকমন্ডলী দ্বারা পরিচালিত হয়ে আসছে।


রয়েছে যোগ্য গভর্নিং বডি। দুইটি দ্বিতল ভবন ও একটি একতলা ভবনে শ্রেনি পাঠদান চলছে। এছাড়া রয়েছে কারিগরি (বিএমটি) শিক্ষার সুযোগ।সুবিস্তীর্ণ খেলার মাঠ ও ইনডোর গেমসের ব্যবস্হা সহ সকল প্রকার সহ শিক্ষা কার্যক্রমের সমারোহ। 


কলেজটি আপনার জ্ঞানপিপাসু মনের অভিলাষ পুরনে এবং শিক্ষার্থীদের আদর্শ শিক্ষা দানে অবদান রাখতে পারলেই কৃতার্থ হবে।

সাইটটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: ২৩/০৫/২০২৪ ১০:৫৯ এএম